রিয়া গিরি : মানুষের শখ অনেক রকমের হয়। কিন্তু মহিলাদের উপর অত্যাচার চালিয়ে খুন করাই ছিল কুখ্যাত অল কালার শখ। প্রথমে শুনলে মনে হবে এই সাইকো খুনি কতটা নিশংস। ডেটিং গেম কিলার ওই ব্যক্তির সাজা হয়েছিল প্রাণদণ্ড। তবে তার আগেই ক্যালিফোর্নিয়ার জেলে মৃত্যু হয় ওই ব্যক্তির।
শোকজ বনগাঁর বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডলকে
আসল নাম রডনি জেমস অল কালার। ৭৭ বছরের ওই সিরিয়াল কিলার কত জনের প্রাণ নিয়েছিল তার প্রকৃত হিসাব আজও মেলেনি। তবুও অনুমান করে সংখ্যাটা প্রায় ১৩০ এ এসে দাঁড়ায়। ১৯৭৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে পাঁচটি হত্যাকাণ্ড দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। যার মধ্যেই নিশংস অত্যাচারী প্রাণ হারিয়েছিল ১২ বছরের এক কিশোরীর। এর পাশাপাশি তার বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ২০১৩ সালে ২৫ বছরের জেলের সাজা হয়েছিল অল কালার।
হিমাচল ধসের ২৫ মিনিট আগের টুইট দীপা শর্মার, প্রাণ হারালেন চিকিৎসক
অবশেষে জেলের মধ্যেই প্রাণ হারিয়েছেন তিনি। চিকিৎসকদের দাবি মানসিকভাবে কোন রোগের শিকার ছিলেন ওই ব্যক্তি। আর তার জেরেই প্রাণ হারাতে হয়েছে অনেককেই। এক সময় তার জন্য এলাকায় সকলে ভয় থাকতেন।কারাদণ্ড হওয়ার পরেও তার একনামে ভয় পেত সকলেই। ইতিমধ্যেই, তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।