ঈশিতা সাহা : বিধানসভা নির্বাচনের সময় বাংলায় এসে বিজেপি গুজরাট ও উত্তরপ্রদেশ মডেলের আদর্শতার কথা বলে গেছেন। বাংলার উন্নয়নের দাবিতে গুজরাট ও উত্তরপ্রদেশ মডেলের সাথে তুলনার দাবি করেছিলেন বিজেপি সরকার।
আজ একুশে জুলাই এর মঞ্চে মুখ্যমন্ত্রীর ফের আদর্শ মডেলের কাঠগড়ায়
দাঁড় করিয়েছেন বিজেপিকে। যুক্তি দিয়ে তুলনা করে দেখিয়ে দিলেন গুজরাট ও উত্তরপ্রদেশ
নয়, বাংলাই হল শ্রেষ্ঠ মডেল।
এদিন মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের দাবিতে চোখে আঙ্গুল দিয়ে
দেখিয়ে দিলেন প্রকল্পের চূড়ান্ত সফলতা। তিনি বলেন, রাজ্য সরকার প্রত্যেক কৃষকদের
হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছেন, এবং কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ
বাবদ দু লক্ষ টাকা করে দিচ্ছে।
পাশাপাশি কন্যাশ্রীও এখন চূড়ান্ত প্রশংসাপ্রাপ্ত। ১৮ বছরের
ঊর্ধ্বে সকল ছাত্রীদের একাউন্টে ২৫ হাজার দিচ্ছে সরকার।এদিকে রূপশ্রী প্রকল্পও পরিবারের চিন্তা লঘু করতে পেরেছি
অনেকটা। বর্তমানে বাংলায় দারিদ্রতা কমপক্ষে ৪০ শতাংশ কমে গিয়েছে বলে জানান তিনি।
এদিন মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী
বলেন," রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারো সে নেহি, মহব্বত কাম সে হোতা হ্যায়
মোদিজি, মন কি বাত কেহেনে সে নেহি।"
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট বলেন, কোন গুজরাট বা উত্তর প্রদেশ আদর্শ মডেল নয়। আদর্শ মডেল হলো বাংলা। সাধারণ জনগণকে একসাথে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। 'উন্নত করতে হবে তৃণমূল তবেই উন্নত হবে দেশ' -এর কথাও বলেন মুখ্যমন্ত্রী।