সার্বভৌম সমাচার, বাগদা : গতকাল রাজারহাট নিউ টাউন এলাকায় বিজেপির দিলীপ ঘোষকে হেনস্তা করার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি পালন করল উত্তর ২৪ পরগণা জেলার বাগদা বিধানসভার বিজেপির নেতৃত্ব। এদিনের বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচিতে ছিলেন জেলা বিজেপির সহ-সভানেত্রী বিভা মজুমদার, জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাস, জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, বাগদা ২ নম্বর মন্ডল সভাপতি হরশিত বালা, বাগদা এক নম্বর মন্ডল সভাপতি সুজয় বিশ্বাস, জেলার নেতৃত্ব ভগিরথ ঘোষ পঞ্চায়েত সদস্য ও মন্ডলের অন্যান্য কার্যকর্তা।
আরও পড়ুন--
এদিন বিজেপির জেলা সম্পাদক অমৃতলাল বিশ্বাস বলেন, “বারে বারে কেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণ করা হচ্ছে সে জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষকে দিতে হবে”।
জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, “এটা মা মাটি মানুষের সরকার নয়। এটা পিসি-ভাইপোর টাকা মারা কোম্পানি। বাংলার মানুষ আজ সর্ব সর্বস্বান্ত হয়ে গেছে চিটফান্ড এর মাধ্যমে। কেন্দ্রের দেওয়া ক্ষতিগ্রস্তের টাকা ওরা ছাড়ছে না। এদের মানুষ ২০২১-এ ছাড়বে না। তৃণমূলের বিচার করবে বাংলার মানুষ।
আরও দেখুন--জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, “এটা মা মাটি মানুষের সরকার নয়। এটা পিসি-ভাইপোর টাকা মারা কোম্পানি। বাংলার মানুষ আজ সর্ব সর্বস্বান্ত হয়ে গেছে চিটফান্ড এর মাধ্যমে। কেন্দ্রের দেওয়া ক্ষতিগ্রস্তের টাকা ওরা ছাড়ছে না। এদের মানুষ ২০২১-এ ছাড়বে না। তৃণমূলের বিচার করবে বাংলার মানুষ।