ডিম আগে না মুরগি! অবশেষে গবেষণায় মিলল উত্তর

আগে ডিম না মুরগি! অবশেষে গবেষণায় মিলল উত্তর


সার্বভৌম সমাচার : বিতর্ক ছিল অনেক আগে থেকেই। এটি শুধুমাত্র প্রশ্ন নয়; বহু যুগ ধরেই ধাঁধার আকার নিয়েছে। আর এই ধাঁধা আবার বৃত্তের মতো। আবার ওই বৃত্তের কোন শুরু বা শেষ নেই। মনে হয় যেন সবটাই যেন সমান। আর সেই রহস্য ভেদের চেষ্টা করে চলেছে বহু বিজ্ঞানী থেকে সমাজতত্ত্ববিদেরা। কিন্তু বিষয়টা রহস্য হয়েই থেকে গিয়েছে। দিনের পর দিন কেটেছে; কিন্তু কেউই পোক্ত যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু অবশেষে মিলল উত্তর। এবারে জেনে নিন পৃথিবীতে কার অস্তিত্ব আগে! ডিম নাকি মুরগির!


NPR নামক এক মার্কিন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ কয়েক বছর ধরে এই বিষয়ে গবেষণা করে জানিছেন, “কয়েকশো বছর আগে পৃথিবীতে ছিল মুরগির মতো দেখতে একটি বড় আকারের পাখি। সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল। কিন্তু সেটি মুরগি ছিল না”। অন্যদিকে বিজ্ঞানীদের দাবী সেটি আসলে ছিল এক ধরনের ‘প্রোটো-চিকেন’। আর সেই পাখির ডিমে মুরগির পুরুষসঙ্গীর কিছু নতুন বৈশিষ্ট্য যোগ হওয়ায় কিছু বিবর্তনগত পরিবর্তন ঘটেছিল।


বিজ্ঞানীদের আরও দাবি, ওই ডিম ফুটে যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাই নতুন প্রজাতির পাখি; অর্থাৎ আজকের মুরগির আদি এবং প্রকৃত পূর্বপুরুষ। তারপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নিতে অবশেষে মুরগির শরীরে পরিবর্তন হয়ে তৈরি হয়েছে আজকের মুরগি। তার মানে ডিমের আগে কোনও মুরগি অস্তিত্ব ছিল না। অর্থাৎ ডিম-ই আগে; মুরগি নয়।


Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer

Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer

Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer

Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer

Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer

Eggs-or-chicken-before-Eventually-the-study-matched-the-answer


Post a Comment

Previous Post Next Post