অক্ষয় কুমারও ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের শিকার হয়েছিলেন

অক্ষয় কুমারও ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের শিকার হয়েছিলেন

সার্বভৌম সমাচার, মুম্বাই : সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। সুশান্তের পরিবার ইতিমধ্যেই একটি অ্যাপও প্রকাশ করেছে। যদিও ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ এবং স্বজনপোষণ সম্পর্কিত বিষয়গুলি গত কয়েক বছরে বারংবার শিরোনামে উঠে এসেছে। যদিও এই সংস্কৃতি কয়েক দশক ধরে বলিউডে বিদ্যমান বলে অনেকেই মনে করেন।




সম্প্রতি অক্ষয় কুমার একটি সাক্ষাৎকারে বলেছেন, ফুল অর কাটে চলচ্চিত্রের এক অনুষ্ঠানে তাঁকে সামনে রাখা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল অন্য চিত্র। তাৎপর্যপূর্ণভাবে অজয় দেবগন তার কেরিয়ার শুরু করেছিলেন ওই ফুল অর কাটে ছবি দিয়েই। উল্লেখ্য, অজয় দেবগন বলিউডের স্টান্টম্যান ভিরু দেবগনের ছেলে। কিন্তু অক্ষয় ছিলেন দিল্লির বহিরাগত।
আরও পড়ুন--

এদিন অক্ষয় আরও বলেছেন, ১৯৯১ সালে মুক্তি পাওয়া ফুল অর কাটে ছবির গান, ফটোশুটে এবং আরও অনেক জায়গায় আমি উপস্থিত ছিলাম। তবে শ্যুটিংয়ের আগের রাতে আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমি একটি ফোন পেয়েছিলাম এবং আমাকে জানানো হয়েছিল “ভাই, আপনি আসবেন না”।



তবে এনিয়ে অক্ষয় কুমার এবং অজয় দেবগনের মধ্যে কখন কোনও উত্তেজনা দেখা যাইনি। অক্ষয় কুমার রোহিত শেঠির হিট ফ্র্যাঞ্চাইজি ছবি সূর্যবংশীতেও কাজ করছেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সিঙ্ঘম-এ দেখা গিয়েছিল অজয় দেবগনকে। অক্ষয় কুমার দীর্ঘদিন পর এই ছবিতে ক্যাটরিনা কাইফের সাথে কাজ করছেন, যদিও করোনার ভাইরাসের কারণে এই ছবিটির মুক্তি নষ্ট হয়ে গেছে।

আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post