সার্বভৌম সমাচার : অনেকেরই সৌন্দর্য ম্লান হয়ে যায় শুধুমাত্র কালচে ঠোঁটের জন্য। শীত-গ্রীষ্ম-বর্ষা, সারাবছরই অনেকে ফাটা ঠোঁটের সমস্যায় ভোগেন। আর তাতেই অর্ধেক সৌন্দর্য মাটি। তবে কত ভালই না হত যদি গোলাপের পাপড়ির মতো ঠোঁট হত। চিন্তার কিছুই নেই। আজ আপনাদের জানাব কিছু সহজ, ঘরোয়া টিপস। যা মেনে চললেই আপনারও হতে পারে গোলাপের পাপড়ির মতো ঠোঁট। তবে তার জন্য অবশ্যই আপনাকে এর পেছনেও সময় দিতে হবে।
বিক্ষোভ দেখিয়ে বিকাশ ভবনের সামনে 'বিষ' পান করলেন ৫ জন শিক্ষিকা!
সাধারণত সকলে হাত, পা, কনুই, গোড়ালি এবং মুখের যত্ন নিয়ে থাকেন। কিন্তু সেভাবে ঠোঁটের যত্ন নেওয়া হয় না। আর তাই ঝকঝকে মুখে ফাটা ঠোঁট বড্ড চোখে বেঁধে। বিশেষজ্ঞরা বলছেন, ঠোঁটের যত্ন নিতে আমন্ড অয়েল (Almond oil)-এর কোনও বিকল্প নেই। দিনে শুধুমাত্র দু-তিনবার একফোঁটা করে আমন্ড অয়েল নিয়ে ঠোঁটে মাসাজ করলেই হাতে-নাতে গরম ফল পাবেন।
এছাড়াও অনেকে ঠোঁট ফাটা সমস্যা নিয়ে ভুগে থাকেন। তাদের জন্য আছে একটি অনন্য টিপস। রাতে ঘুমাতে যাওয়ার আগে গলানো মাখন ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। আর এভাবে পরপর ৩-৪ দিন করলেই দেখবেন, আপনার ঠোঁট চুঁইয়ে গ্ল্যামার ঝরছে। তবে আপনি মাখলের বদলে মধুও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও একই ফল পাবেন। তবে গরম পানীয় চুমুক দেওয়ার অভ্যেস থাকলে তা আজই বন্ধ করুন।
#ঠোঁটের যত্ন নিন; জেনে রাখুন কিছু ঘরোয়া টিপস #Lips like rose petals #গোলাপের পাপড়ির মতো ঠোঁট #Bongaon News Channel #Sarbabhauma Samachar
কোথায় পাবেন! একদম চিন্তা নেই; বাড়িতে বসে একেবারেই সহজ উপায়ে তৈরি করে ফেলুন। ১। ৫০ গ্রাম মধু, ২। ২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি, ৩। ৫ মিলি গোলাপ জল, ৪। ৫ মিলি ভ্যানিলা এসেন্স একত্রে মিশিয়ে একটি এয়ারটাইট শিশিতে রেখে দিন।
এছাড়াও অনেকে ঠোঁট ফাটা সমস্যা নিয়ে ভুগে থাকেন। তাদের জন্য আছে একটি অনন্য টিপস। রাতে ঘুমাতে যাওয়ার আগে গলানো মাখন ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। আর এভাবে পরপর ৩-৪ দিন করলেই দেখবেন, আপনার ঠোঁট চুঁইয়ে গ্ল্যামার ঝরছে। তবে আপনি মাখলের বদলে মধুও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও একই ফল পাবেন। তবে গরম পানীয় চুমুক দেওয়ার অভ্যেস থাকলে তা আজই বন্ধ করুন।
সতর্কীকরণ: এই সমস্ত তথ্যের জন্য কোনভাবেই কর্তৃপক্ষ দায়ী নন। নিবন্ধ অনুসরণের আগে বিষেষজ্ঞের পরামর্শ মেনে চলাই বাঞ্ছনীয়।