সার্বভৌম সমাচার : আজকালকার ছেলেমেয়েরা কেউ কেউ কালো সুতো একটা অলঙ্কারের মতই ব্যবহার করেন । হাতে পায়ে কালো সুতো পরাটা নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে । আবার কেউ কেউ ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে তাই হাতে-পায়ে কালো সুতো বেঁধে দেন ।
আপনিও যদি কালো সুতো বেঁধে থাকেন, তাহলে আপনি কি জানেন এই সুতো আপনার উপযুক্ত কি না? যদি না যেনে এই সুতো পরে থাকেন তাহলে বলি, আপনি নিজের সর্বনাশ ডেকে আনছেন তো?
কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । এগুলো না মেনে চললে আপনার জীবনে খারাপ প্রভাব পরতে পারে।এই সুতো ধারণ করার নিয়মগুলি জেনে নিন-
বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য কালো সুতা মোটেও শুভ নয়। জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে মঙ্গল নিয়ন্ত্রণ করে, তাই এদের জন্য কালো রং অশুভ। জ্যোতিষবিদদের মতে কুম্ভ, তুলা ও মকর এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা খুবই উপকারী। অনায়াসে এই তিন রাশির জাতক-জাতিকারা কালো সুতা পরতে পারেন।
বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য কালো সুতা মোটেও শুভ নয়। জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে মঙ্গল নিয়ন্ত্রণ করে, তাই এদের জন্য কালো রং অশুভ। জ্যোতিষবিদদের মতে কুম্ভ, তুলা ও মকর এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা খুবই উপকারী। অনায়াসে এই তিন রাশির জাতক-জাতিকারা কালো সুতা পরতে পারেন।
ব্রহ্ম মুহূর্ত এই কালো সুতা ধারণ করুন।এতে কালো সুতোর শক্তি বৃদ্ধি হবে । সুতোটি পরার সময় রুদ্র গায়েত্রী মন্ত্র জপ করে ৯টি গিঁট দিন । ২, ৪, ৬ বা ৮টি প্যাঁচে কালো সুতো পরুন । যদি হাতে আগে থেকেই লাল বা হলুদ সুতো থাকে তা হলে কালো সুতো পরলে বিপদ হতে পারে। শনিবার এই সুতো পরতে চেষ্টা করুন। কারণ, কালো শনির রং।